Welcome to Asalata College

সভাপতির নিবেদন
দানবীর, পল্লী সারথি,সমাজ হিতৈষী,দক্ষ সংগঠক,শিক্ষাব্রতী,স্বধর্ম পরিপোষক এরূপ নানা অভিধায় যাঁকে সবাই ভূষিত করেছেন, আমার সেই পরমারাধ্য পিতা মৃদুল কান্তি দে মহাশয়ের সর্বোত্তম কীর্তি আশালতা কলেজ। দারিদ্র্যের কারণে নিজে পড়ালেখায় বেশি দূর এগোতে না পারার যন্ত্রণা তাঁকে তাড়িত করেছে। নিজের অপূর্ণতা তিনি জন্মভূমির অপরাপর সন্তানদের দিয়ে ঢাকতে চেয়েছিলেন।আর তাই নিজের মায়ের নামে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। জীবদ্দশায় এ প্রতিষ্ঠানের উন্নতির জন্য নিরলস কাজ করে যাওয়া এ মানুষটি ২০১৪ সালের ১৪ জুলাই হঠাৎ বিদায় নিয়েছেন। এখন আমার উপর এ প্রতিষ্ঠানের ভার। গ্রামীণ নৈসর্গিক পরিবেশে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষায়তন। এখানে দক্ষ শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি দল শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী ও অভিভাবকরা নির্দ্বিধায় উচ্চ মাধ্যমিক স্তরে এ প্রতিষ্ঠান বেছে নিয়ে সমৃদ্ধ জীবনের পথে একধাপ এগিয়ে যেতে পারেন। আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে অর্থাভাবে কারও শিক্ষা জীবন থমকে না যায় । আপনাদের জন্য এ শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আপনাদেরই সেবায় নিয়োজিত । - প্রবাল দে, সভাপতি

অধ্যক্ষের নিবেদন
আশালতা কলেজ, পশ্চিম গুজরা, পোস্ট অফিস:- গুজরা বি.ও, রাউজান, চট্টগ্রাম । ই আই আই এন : ১০৪৯৩৫ । বীর চট্টলার মাস্টারদা'র স্মৃতিধন্য বিপ্লবতীর্থ রাউজানের পশ্চিম গুজরা গ্রামে দানবীর পল্লী সারথি মৃদুল কান্তি দে ১৯৯৫ সালে তাঁর মা আশালতা দেবীর নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন । সামনে সুবিশাল মাঠ পেছনে দিঘি মিলিয়ে প্রায় ৪ একর জায়গার উপরে প্রতিষ্ঠিত মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এ কলেজ ১৯৯৯ সালে এমপিও ভুক্ত হয় । উচ্চ মাধ্যমিক স্তরের এ কলেজে বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদান করা হয় । -জনার্দ্দন কুমার বনিক, অধ্যক্ষ।
